Sadhak Sangha

Sadhak Sangha

Jagoron ( জাগরণ , जागरण )

Guru Image 2 Image 3

Himalayan siddhas - Sri Ram baba's guru and Sri Ram Baba


From him, we have learnt that every action should be for jagrn. Jagrn is the awakening of our consciousness.
When our consciousness awakens, we can be truly free from dukkha. This awakening happens when we surrender to the divine, which can be with form and without form at the same time.
Jagrn is equal to the actual and complete solution in an individual’s life and in our society. Jagrn brings completeness in life. Through Jagrn, we bring purnata in our life by realizing it and by applying it through our actions.


Our Activities

➔ Courses based on stotras
➔ Website for free reading of shastras
➔ Free course on sadhana through popular social media
➔ Podcasts based on prakarana granthas

পূর্ণতা

পূর্ণতা জীবনের একমাত্র লক্ষ্য। জীবনের সমস্ত অভাব মেটানোর জন্য আমরা কাজ করে চলেছি কিন্তু অনেক প্রচেষ্টা করবার পরেও অভাব থেকেই যায়। তাই একটা প্রচলিত কথা আছে যে সুখ ও দুঃখ মিলিয়ে জীবন হয়। জীবনে সব কিছুই ক্ষণস্থাই তাই অভাব একটা সভাবিক অবস্থা তাই দুঃখ প্রধানত বেশি। সাভাবিক জাগতিক দৃষ্টিতে জীবন দুঃখময়।। অনেকে এটা মেনে নিয়েছে কিন্তু যারা মানতে পারেনি তাদের আরেকবার নতুন করে ভাবা দরকার জীবন নিয়ে। চিরকালীন দুঃখ থেকে মুক্ত হওয়া সম্ভব কিনা এটা বুঝতে হবে। এমন অনেক সমস্যা আসে যা মনে হয় সমাধান করা সম্ভব নয় তার থেকেও উদ্ধার পাওয়ার উপায় আছে কিনা সেটাও বুঝতে হবে। জাগতিক লাভ ক্ষতি যেই বুদ্ধি দিয়ে বুঝি শুধু সেটা কে প্রয়োগ করলে চলবে না বিশেষ ভাবে বিচার করতে হবে। জাগতিক প্রচেষ্টার উর্দ্ধে উঠে বিশেষ প্রচেষ্টা নেওয়ার উদ্যোগী হতে হবে। যেহেতু জাগতিক বিষয় গুলোতে অভাব থাকবে তাই সেই প্রচেষ্টাতেও অভাব থেকে মুক্ত হবার গুণ থাকবে না। এই বিশেষ প্রচেষ্টা হল ভাল করে বুঝে নিজের যুক্তি ও বিবেককে কাজে লাগিয়ে যা সত্য সঙ্গত বা প্রকৃত মঙ্গল কারক যেটা সেটা করা। কোন কিছু ঘটার সাথে সাথে অন্ধের মতো প্রতিক্রিয়া দেওয়া নয়। এমন লোককেই সাধক বলা হয়। যে সব সময় নিজের উদ্ধারে রত তাই তার কাজ সত্য সঙ্গত হবে। সে ধীরে ধীরে তার অক্ষমতাকে জয় করে ক্ষমতা বৃদ্ধি করবে। সাধকের মনোযোগ পূর্ণতাতে থাকবে শুধু । প্রকৃত সাধক যেহেতু নিজের উদ্ধার করতে ব্যাস্ত তাই সে জগতকে ত্যাগ পূর্বক ভোগ করবে। এই ধরণেরে লোকেরা এক সাথে হতে পারে এবং সমাজের মঙ্গল করতে পারবে। তাই সাধক সংঘ নিজের এবং সমাজের মঙ্গলের জন্য জরুরী।